মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
Single Page Top Banner

সাগরে মাছ ধরার সময় ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক

সেন্টমার্টিনের অদূরে সাগরে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বাংলাদেশ জলসীমানা থেকে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সেন্টমার্টিনের কাছাকাছি বাংলাদেশ জলসীমানায় মাছ ধরার সময় আরাকান আর্মি অস্ত্রের মুখে জিম্মি করে দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে। প্রায় সময় বঙ্গোপসাগর ও নাফনদে মাছ ধরতে নেমে এ ধরনের ঘটনার শিকার হচ্ছে জেলেরা।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, মাছ ধরার ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে আলোচনা করে জেলেদের ফেরত আনার চেষ্টা চালানো হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত