মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
Single Page Top Banner

সৈকতে পর্যটকদের ছবি তুলে হয়রানি, ১৭ ক্যামেরা জব্দ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সমুদ্রসৈকতে ছবি তুলে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানি করার অভিযোগ উঠেছে ফটোগ্রাফারদের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতে পৃথক অভিযান চালিয়ে ১৭টি ক্যামেরা জব্দ করেছে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

অতিরিক্ত ডিআইজি বলেন, সমুদ্রসৈকতে ভ্রমণে আসা পর্যটকদের ছবি তোলা নিয়ে প্রায় সময় ফটোগ্রাফারদের মধ্যে অশোভন আচরণ ও হয়রানির অভিযোগ উঠছে। সৈকতের ফটোগ্রাফারদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান চালানো হয়েছে; পাশাপাশি ফটোগ্রাফারদের সমিতির সদস্যদের সতর্ক করা হয়েছে।

ঈদুল ফিতরের লম্বা ছুটিতে কক্সবাজারে এখন ভরপুর পর্যটক। সৈকত ও বিনোদনকেন্দ্রগুলোর কোথাও ফাঁকা নেই। শহরের কলাতলী পর্যটন জোন ও আশপাশের পাঁচ শতাধিক হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্টহাউসে আগামীকাল শনিবার পর্যন্ত কক্ষ খালি নেই।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত মঙ্গলবার থেকে কক্সবাজারে প্রতিদিন দুই লাখের মতো পর্যটক সমুদ্রসৈকতে বেড়াতে আসছেন। রমজানের এক মাস পর্যটকশূন্য থাকার পর ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত