মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
Single Page Top Banner

ভারতের ১০৮৫০ টন চাল চট্টগ্রাম বন্দরে

নিজস্ব প্রতিবেদক

ভারত থেকে ১০ হাজার ৮৫০ টন চাল নিয়ে এমভি এইচটি ইউনিট জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত থেকে এই ১০ হাজার ৮৫০ টন সিদ্ধ চাল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট পাঁচ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়। এর মধ্যে নয়টি প্যাকেজে মোট চার লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়। ইতোমধ্যে চুক্তি মোতাবেক তিন লাখ ছয় হাজার ৭৬৯ টন চাল দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূত্র : বাসস

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত