মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
Single Page Top Banner

উখিয়ায় ক্রিস্টাল ম্যাথ ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় ক্রিস্টাল ম্যাথ ও দেশীয় অস্ত্রসহ ইমাম হোসেন নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী। বুধবার (২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী সংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় ইমাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ভয়াবহ মাদক ক্রিস্টাল ম্যাথ, গাঁজা, সাতটি দেশীয় ধারালো অস্ত্র ও তিনটি মোবাইল জব্দ করা হয়। আটককৃত ইমাম হোসেন দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেন। অভিযানের পর উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক ও অপরাধ দমনে নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত