চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি এবং সমাবেশে অংশ নিচ্ছেন।
মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভা থেকে হাজার হাজার বিএনপি যুবদল, ছাত্রদলসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বুধবার দুপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
নুরুল আমিন চেয়ারম্যান বলেন, “বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের নেতা তারেক রহমানকে এক নজর দেখতে। রাত পোহালে সেই কাংক্ষিত দিন আসবে।” তিনি আরও জানান, তাঁরেক রহমান বিমানবন্দর পৌঁছে প্রথমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এরপর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সমাবেশে তিনি জনসভায় ভাষণ দেবেন বলে পরিকল্পনা করা হয়েছে।
গতকাল থেকে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় বিশাল মঞ্চ নির্মাণসহ প্রস্তুতি বহুল জনসমাবেশ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি দ্রুত এগুচ্ছে। সেখানে নেতাকর্মীরা ইতোমধ্যে ভিড় বাড়াচ্ছেন এবং মঞ্চ প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক গোলাম জাকারিয়া বলেন, তারেক রহমান দেশে আসবেন আমরা মিরসরাই উপজেলা থেকে বিশাল বহর নিয়ে ঢাকা যাচ্ছি।
ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছি আমরা।
ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মিরসরাই সহ সারাদেশে উৎসব শুরু হয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে বর্ণাঢ্য মিছিল করছে।
রাজনৈতিক পরিমণ্ডলে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঐতিহাসিক বলে অভিহিত করা হচ্ছে এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠন-সমূহের নেতাকর্মীরা এটিকে আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব দিচ্ছে।


