মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক সাইফুদ্দিন মীর শাহীন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোমিন উদ্দিন, সহকারী শিক্ষক একরামুল হক, উজ্জ্বল কুমার নাথ, অভিভাবক নজরুল ইসলাম মাসুদ, এইচ এম হানিফ, তুষার কান্তি দাস প্রমুখ। নার্সারি-১ থেকে ১০ম শ্রেণির ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীকে পুরস্কৃত করা হয় ।


