বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
Single Page Top Banner

মিরসরাইয়ে দুই দিনের ব্যবধানে বাবার কবরের পাশে সন্তান  ইমাম হোসেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার মৃত্যুশোকে দুইদিনের মাথায় ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায়

উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর ফরফরিয়া এলাকার মুহুরী বাড়িতে এই ঘটনা ঘটেছে। বাবা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খোঁজ নিয়ে জানা গেছে,
গত রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ওয়াহেদপুর ইউনিয়নের ফরফরিয়া এলাকার হতদরিদ্র রিকসাচালক নুরুল আবছার মারা যান। এর আগে আরো দুইবার স্ট্রোক করে সে। বাবা মারা যাওয়ায় শোকে ভেঙ্গে পড়েন নুরুল আবছারের ছোট ছেলে ইমাম হোসেন (১৭)। মঙ্গলবার সন্ধ্যায় তার বুকে ব্যাথা উঠায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত্যু হয়।

একই এলাকার বাসিন্দা মো. নুর উদ্দিনন জানান, হত দরিদ্র রিকশাচালক নুরুল আবছার রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ৫ সদস্যের পরিবার চলতো তাঁর উপার্জিত আয় দিয়ে। এক মেয়ে বিয়ে দিয়েছে৷ দুই ছেলে স্কুলে পড়াশোনা করে। তিনি দুইবার হার্ট অ্যাটাক করেন। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করতে পারেন নি। গত রবিবার তিনি মারা যান। বাবা মারা যাওয়ার দুইদির পর ছোট ছেলে ইমাম হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন

ইমাম সরকারহাট নজরআলী রূপজান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র৷ বুধবার সকাল ১০ঘটিকায় বুজর্গ উমেদ নগর জামে মসজিদের সামনে ইমাম হোসেনের জনাজা অনুষ্ঠিত হবে।

ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম বলেন, বাবার মৃত্যুর দুইদিনের মাথায় ছেলের মৃত্যু খুবই হৃদয়বিদারক৷ শুনে খুব খারাফ লাগছে। আল্লাহ ওই পরিবারকে শোক সইবার শক্তি দিন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত