মীরসরাইয়ে জনতার প্রত্যাশাকে সামনে রেখে মনোনয়ন সংগ্রহ করেছেন নুরুল আমিন। তিনি বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, উন্নয়ন ও ন্যায্য অধিকার আদায়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। মনোনয়ন সংগ্রহকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং সবার কথা মনোযোগ দিয়ে শোনেন। নুরুল আমিন জানান, রাজনীতি তার কাছে ক্ষমতার নয়, সেবার মাধ্যম। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নকে তিনি অগ্রাধিকার দিতে চান। জনতার ভালোবাসা ও সমর্থনই তার শক্তি উল্লেখ করে তিনি বলেন, মীরসরাইকে একটি উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতেই তার এই পথচলা।
জনতার প্রত্যাশা নিয়ে মনোনয়ন সংগ্রহ—মীরসরাইয়ে নুরুল আমিনের বার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:১৯
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:২২


