মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
Single Page Top Banner

সন্তান বিক্রি করে পালিয়েছে বাবা, ফেরত পেতে থানায় মা

নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাটে শিশু সন্তানকে বিক্রি করে এলাকা ছেড়ে পালিয়েছে ওই শিশুর বাবা আশরাফুল ইসলাম। এ ঘটনায় শিশুর মা শাহনাজ বেগম শিশুটিকে ফেরত পেতে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। বুধবার (৯ এপ্রিল) বিকেলে সন্তানের আপন বাবা আশরাফুলসহ চার জনের নামে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দেন মা শাহনাজ বেগম।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত আশরাফুল ইউনিয়নের শালমারা গ্রামের আব্দুল আজিজের ছেলে। শাহনাজ তার সাবেক স্ত্রী এবং একই এলাকার মরহুম রহিম উদ্দিনের মেয়ে বলে জানা গেছে।

জানা গেছে, গত তিন বছর আগে শাহনাজ বেগমের সাথে বিয়ে হয় আশরাফুলের। বিয়ের পর থেকে যৌতুক নিয়ে বিবাদ চলে আসছিল তাদের সংসারে। এরই মধ্যে এক কন্যা সন্তানের মা হন শাহনাজ। কন্যা সন্তান জন্ম দেয়ায় ক্ষিপ্ত হয় স্বামী আশরাফুল। একপর্যায়ে তাদের বিচ্ছেদ হয়ে যায়। পরে কৌশলে এক বছরের সন্তানকে নিজের কাছে রেখে আশরাফুল হক নামে এক প্রতিবেশীর কাছে বিক্রি করে পালিয়ে যায় আশরাফুল ইসলাম।

এ কথা শুনে স্থানীয় মাতব্বরদের দুয়ারে দুয়ারে ঘুরে হতাশ হয়ে ফেরেন মা শাহনাজ বেগম। অবশেষে বিক্রি হওয়া সন্তানকে ফেরত পেতে বুধবার সাবেক স্বামী আশরাফুল ইসলামকে প্রধান করে চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মা শাহনাজ।

এ বিষয়ে শিশুটির কেনা পালক বাবা আশরাফুল হক জানান, ‘আমাদের সংসারে কোনো সন্তান নেই। তাই স্থানীয়দের মাধ্যমে শিশু আরফিনাকে তার বাবার কাছ থেকে কিনে নিয়েছি।’ শিশুটির মা শাহনাজ বেগম জানান, ‘আমার মেয়েকে নিয়ে বিক্রি করেছে আমার সাবেক স্বামী আশরাফুল।

আমার মেয়েকে ফেরত পেতে অনেকের হাতে পায়ে ধরেছি কেউ আমাকে সহযোগিতা করেনি। তাই বাধ্য হয়ে থানায় মামলা করেছি। আমি আমার ধনকে ফেরত চাই।’

বিক্রি হওয়া শিশুটির নানি মোছা: সাহেরা বেগম জানান, ‘অভিযোগ দায়েরের একদিন পরও শিশুটিকে উদ্ধার করে দেয়া হয়নি। শিশুটির মা দিন দিন অসুস্থ হয়ে পড়েছেন। সাংবাদিকসহ প্রশাসনের কাছে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফেরত দেয়ার আকুতি জানান।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর জানান, ‘অভিযোগ পেয়েও শিশুটিকে উদ্ধার করার জন্য দফায় দফায় চেষ্টা করেও শিশুটির বাবার আপত্তির কারণে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে দেয়া সম্ভব হয়নি। তবে আমরা শিশুটির মাকে আদালতের কাছে যেতে বলেছি। আদালতে অভিযোগ করলেই শিশুটিকে ভরণপোষণসহ ফেরত পাবেন বলে ওসি জানান।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত