মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
Single Page Top Banner

মহেশখালীতে গভীর রাতে একজনকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের মহেশখালীতে আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ আবুল হোসেনকে হত্যা করো হয়েছে বলে তাঁর স্বজনদের অভিযোগ। তিনি কালারমারছড়া ইউনিয়নের বাসিন্দা।

আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম বলেন, প্রতিবেশী মোহাম্মদ হোসেনের সঙ্গে আমাদের ৩০ একর জমি নিয়ে বিরোধ চলছে। প্রায় ১৬ বছর ধরে বিরোধপূর্ণ জমি মোহাম্মদ হোসেনের দখলে ছিল। কিছু দিন আগে সালিসের মাধ্যমে তিন একর জমি আমরা ফিরে পাই। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন আমার বাবাকে বাড়ির সামনে গুলি করে হত্যা করে।

বদরখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক রাকিবুল হোছাইন জানান, গুলিবিদ্ধ আবুল হোসেনকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। গুলিতে তাঁর নাড়িভুঁড়ি বের হয়ে যায়।

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে আবুল হোসেনকে গুলি করে হত্যা করা হয়। হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত