মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
Single Page Top Banner

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লাইনের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো 

চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক ফোরলেনে উন্নীত করার দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া প্রকাশ জাঁইল্লা নামক এলাকায় ঈদ যাত্রায় তিন দিনে ভয়াবহ পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ায় এবং সারা বছরই দূর্ঘটনা সংঘটিত হতে থাকায় মহাসড়ক চার লাইন করার দাবীতে বুধবার (২ এপ্রিল) বিকেল ৫ টায় লোহাগাড়ার আধুনগর বাস স্টেশনে চট্টগ্রাম – কক্সাবাজার মহাসড়কে আধুনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারী ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আসাদুল্লাহ ইসালামাবাদী, এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আ.ন.ম নোমান প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চুনতির জাঙ্গালিয়া যেন আজরাইলের বসতঘর। এটা মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। এছাড়া চট্টগ্রাম হতে কক্সবাজার পর্যন্ত দীর্ঘ সড়কে হরহামেশা দূর্ঘটনা এবং প্রণহানী ঘটতেই থাকে। এই দুর্ঘটনা রোধের জন্য চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক চার লাইনে উন্নতি করার কোনো বিকল্প নেই। খুব দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মাহসড়ক চার লাইনে উন্নীত করার জন্য বক্তারা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি আহবান জানান।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত