মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
Single Page Top Banner

তরমুজের ভেতর থেকে দেড় হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ায় বাসে পরিবহনের সময় তরমুজের ভেতর থেকে দেড় হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

জানা যায়, বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশনায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ২৬ মার্চ বিকেলে নায়েক সুবেদার মো: নিজাম সিকদারের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল লালন চত্বর, ত্রিমোহনী, কমদতলা, কুষ্টিয়া নামক স্থানে মহিষকুন্ডি হতে কুষ্টিয়াগামী ‘সাজিম পরিবহন’ বাসে তল্লাশী অভিযান চালিয়ে অভিনব কায়দায় তরমুজের ভেতরে পাচারের সময় ১৫শ’ ইয়াবা মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক সিজার দাম ৪ লাখ ৫০ হাজার টাকা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত